ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ কসবায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির অভ্যাস ভাঙচুর, মানুষ মারা আর আগুন দেওয়া। গত শুক্রবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে কুটি বাজার- কসবা পুরাতন বাজার ডিসি সড়কের বিজনা নদীতে অ্যাডভোকেট সিরাজুল হক স্কুল এন্ড কলেজের সামনে এলাকার জনগণের বহু আকাঙ্খিত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন তারা কত ভাঙচুর করেছে, আপনারা দেখেছেন তারা রেলগাড়ির বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে, আপনারা দেখেছেন ২০১৩ সালে তারা বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এই ভাঙচুর, মানুষ মারা, আগুন দেওয়া এটা বিএনপির অভ্যাস। কসবায় সড়কে অবৈধ ডাক্তারের দৌরাত্বের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন তিনি ব্যবস্থা না নিলে তখন আমার কাছে জানাবেন।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেদুল কাওসার ভূঁইয়া জীবন, ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহারিয়া মুক্তার, কসবা পৌরসভার মেয়র এম, জি গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কসবা উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন, কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকতিয়ার আলম রনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আইনমন্ত্রী কুঠি বাজার-কসবা পুরাতন বাজার ডিসি সড়কের বিজনা নদীতে অ্যাডভোকেট সিরাজুল হক স্কুল এন্ড কলেজের সামনে দুই কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ২৪ ফুট প্রস্থ ও ৮৮ ফুট দৈর্ঘ্য সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই সেতুর ফলে ওই এলাকার মানুষের কসবা পৌর শহর ও কুঠি বাজারে যাতায়াতের অর্থ ও সময় বাচবে।