১০বছর পর হচ্ছে দি কসবা কো অপারেটিভ কর্পোরেশন নির্বাচন

ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া কসবায় দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দি কসবা কো – অপারেটিভ কর্পোরেশন লিমিটেডের নির্বাচন। গত ১২ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ছিল) প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। কসবা মুসলিমগঞ্জ বাজার (নতুন বাজার) কসবা কো – অপারেটিভ কর্পোরেশন লিমিটেড কার্যালয়ে সকল প্রার্থীদের মনোনয়নপত্র জমা গ্রহন করেন নির্বাচন পরিচালনা কমিটি। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা সমবায় অফিসার মোঃ জামাল উদ্দিন, সদস্য হিসাবে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেন ও কো -অপারেটিভ সমিতির সদস্য মোঃ আবু ছায়েদ (সদস্য নং ৪৬)।

দি কসবা কো – অপারেটিভ ও কর্পোরেশন লিমিটেডের নির্বাচন সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন ৫ জন প্রার্থী। প্রার্থীগণ হচ্ছেন মোঃ জহিরুল হক, খান মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান, মোঃ আলমগীর কবির, হাজী মোহাম্মদ আবু তাহের ও মোঃ শফিকুল ইসলাম। সহ-সভাপতি পদের মনোনয়ন জমা দেন ৩ জন। প্রার্থীগণ হলেন মোঃ মনির হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ বশির আহমেদ। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দেন ৪ জন। প্রার্থীগণ হলেন মোঃ জসিম উদ্দিন, মোঃ সানাউল্লাহ, মোঃ লুৎফুর কবির ও মোঃ ফখরুল ইমাম। কার্যকরী সদস্য হিসাবে ৯ টি পদে মনোনয়ন পত্র জমা দেন ২৪ জন।

এ বিষয়ে দি কসবা কো – অপারেটিভ কর্পোরেশন লিমিটেডের আহ্বায়ক কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ তাহসিন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় বিষয়টি এলাকার সংসদ আইনমন্ত্রী আনিসুল হক সহ সংশ্লিষ্ট দপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অভিহিত করা হয়েছে।

১৯৪০ সনে প্রতিষ্ঠিত হয় দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড। বর্তমানে এই উপজেলায় সমিতিতে বৈধ ভোটার সংখ্যা রয়েছে ৮শ ৯৩ জন।

দীর্ঘ ১০ বছর পর নির্বাচনের আয়োজন হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published.