প্রশান্তি ডেক্স॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেলেন আরও সাত জন প্রতিমন্ত্রী। গত শুক্রবার সন্ধে ৭.৩০ মিনিটে তাদের শপথ কার্যক্রম সম্পন্ন হয়। এইদিনই (১ মার্চ) রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সাত জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং শপথ পাঠের মাধ্যমে ঐ নিয়োগ পূর্ণতায় রূপ লাভ করে।
মন্ত্রিপরিষদের নতুন সাত প্রতিমন্ত্রী হলেন:- মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান। বঙ্গভবন প্রেস উইং থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১১ জানুয়ারি টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর শপথ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী। ওইদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। বর্তমান এই সাত জনের মধ্যে তিনজন নির্বাচিত এবং বাকি চারজন সংরক্ষিত মহিলা আসন থেকে।