সীমান্ত এখন শান্ত; মিয়ানমারের গোলাগুলির শব্দ আর এপারে আসছে না

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে গুলি ও মর্টার শেলের শব্দ এখন আর শোনা যাচ্ছে না। গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্তে গোলার শব্দ আসেনি বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।

তবে গত রাতভর হোয়াইক্যং সীমান্তে গোলার শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম। তিনি বলেন, গত রাতে থেমে থেমে খারাংখালী সীমান্তে গোলার শব্দ পাওয়া গেছে। কিন্তু সকাল থেকে এখন (বিকাল ৩টা) পর্যন্ত কোনও গোলার শব্দ পাওয়া যায়নি। এখন আমি সীমান্ত এলাকায় রয়েছি, লোকজনকে সর্তক থাকতে বলা হচ্ছে।

এদিকে গত রবিবার থেকে সোমবার বিকাল ৩টা পর্যন্ত কোনও গোলার পাওয়া যায়নি বলে জানিয়েছেন টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের লোকজন।

টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. সেলিম বলেন, সকাল থেকে মিয়ানমার থেকে কোনও গোলার শব্দ পাওয়া যায়নি। সীমান্ত অনেকটা স্বাভাবিক থাকলে আমরা এখনও শাহপরীর দ্বীপ জেটিতে চলাচল করতে পারছি না।

টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত কোনও গোলার শব্দ পাওয়া যায়নি। বলতে গেলে নাফ নদ অনেকটা শান্ত রয়েছে। তাছাড়া বিজিবি এবং কোস্ট গার্ড সদস্যরা সীমান্ত-নাফ নদে টহল জোরদার করেছে।

এদিকে এখনও মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোহিঙ্গারা। সর্বশেষ গত বৃহস্পতিবার ৯ রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে ফেরত পাঠিয়েছে বিজিবি। এর আগে চলতি মাসে প্রায় ৪০০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছিল সীমান্তে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট তাহসিন রহমান বলেন, সীমান্ত আগের তুলনায় অনেকটা শান্ত। এরপরও আমরা নাফ নদে টহল অব্যাহত রেখেছি। মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে আমরা ইতিমধ্যে দুই শতাধিকের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে প্রতিহত করেছি।

Leave a Reply

Your email address will not be published.