কসবায় সরকার বীজ ভান্ডারের ৪০লাখ টাকার বীজ ও কীটনাশক ওষধ চুরির দায়ে পিতা-পুত্রকে গ্রেপ্তার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় সরকার বীজ ভান্ডারের প্রায় ৪০ লাখ টাকার বীজ ও কীটনাশক ওষধ চুরির দায়ে আজ দুপুরে পিতা-পুত্র দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৫ জনকে সনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করলো।

কসবা পৌরশহরের নতুন বাজারের সরকার বীজ ভান্ডার’র মালিক আল আমিন সরকার ও শাহীন সরকার জানান, গত বছরের শেষ দিকে বিভিন্ন সময় কসবা নতুন বাজারে অবস্থিত তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্মচারীর সহায়তায় রাতের আধারে স্থানীয় একটি চোরচক্র ৪০ লাখ টাকার বীজ ও কীটনাশক ওষধ সরিয়ে ফেলে।

পাশ্ববর্তী দোকানী প্রশেনজিৎ বর্মন গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সরকার বীজ ভান্ডার থেকে মাল সরিয়ে বাবুল মিয়ার চায়ের দোকানে নেয়ার সময় দেখতে পায়। এমতাবস্থায় প্রশেনজিৎ বর্মন আলআমিন সরকারকে ফোন দিয়ে এ ঘটনা জানান। খবর পেয়ে আল আমিন তার গ্রামের বাড়ি আকছিনা থেকে লোকজন নিয়ে এসে ৩৬ কার্টুন কীটনাশক ও বীজসহ বাবুল মিয়া ও রশিদ মিয়া নামক দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে মালামালের স্টক মিলিয়ে দেখেন যে বিগত সময়গুলোতে তাদের প্রতিষ্ঠানের ৪০ লাখ টাকার বীজ ও কীটনাশক ঔষধ এই চক্রটি সরিয়ে ফেলেছে।

এ বিষয়ে কসবা থানায় ওই রাতেই আল আমিনের সহোদর ভাই শাহীন সরকার বাদি হয়ে ৩ জন ও অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করেন। পুলিশ বাবুল মিয়া ও রশিদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের নিকট এরা দোষ স্বীকার করে জড়িত কিছু নাম প্রকাশ করেন।

আসামীরা ১৬১ ধারায় পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের কথা স্বীকার অন্যান্যদের নাম প্রকাশ করে। তখন সরকার বীজ ভান্ডারের কর্মচারী আলাউদ্দিন ও সাইদুলকে চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আলাউদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া মাল ক্রয় করার অপরাধে গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কসবা পুরাতন বাজারের ভাই ভাই বীজ ভান্ডারের মালিক আজগর আলী ও তার পুত্র রায়হান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, ওই চুরির ঘটনা সংগঠিত করতে বিশাল একটি নেটওয়ার্ক কাজ করছে। পুলিশ তাদের একে একে গ্রেপ্তার করবে।

মামলার বাদী শাহীন সরকার ও তার ভাই আল আমিন সরকার জানান, তারা কসবা থানার একমাত্র বীজ ও কীটনাশক ডিলার। এ ঘটনায় তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। তারা জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ ক্ষতিপুরণ দাবী করেন।

এ ব্যাপারে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহাম্মেদ জানান, সরকার বীজ ভান্ডারের চুরির বিষয়ে জড়িত থাকায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.