প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ পেট্রোল রফতানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রুশ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছে। দেশে চাহিদা বাড়ায় মূল্য স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিষেধাজ্ঞা জারির খবরটি প্রথম প্রকাশ করেছিল রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি। পরে তা নিশ্চিত করেছেন উপ-প্রধানমন্ত্রী আলেক্সন্ডার নোভাকের এক নারী মুখপাত্র। রাশিয়ার বিশাল জ্বালানি খাতের দায়িত্ব এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে আরবিসি বলেছিল, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্থিন নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন। ২১ ফেব্রুয়ারি এক চিঠিতে এই পদক্ষেপের প্রস্তাব দিয়েছিলেন নোভাক।
আরবিসির খবরে বলা হয়েছে, নোভাকের প্রস্তাবে বলা হয়েছিল পেট্রোলজাত পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে দেশের বাজারে মূল্য স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়ায় গাড়ির মালিক ও কৃষকদের জন্য পেট্রোলের মূল্য সংবেদনশীল বিষয়-বিশেষ করে ১৫-১৭ মার্চ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি রুশ শোধনাগার ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে।
সেনাদের সাপ্লাই লাইনে ব্যাঘাত সৃষ্টির জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোকে নিশানা করে হামলা চালিয়ে আসছে। তিন বছরে গড়ানো যুদ্ধের অবসানের কোনও ইঙ্গিত এখনও দৃশ্যমান হচ্ছে না।
তেল, তেলজাত পণ্য ও গ্যাস হলো রাশিয়ার রফতানির বৃহত্তম খাত। দেশটির ১.৯ ট্রিলিয়ন অর্থনীতির বিদেশি মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া এর মাধ্যমে বিশ্বের জ্বালানি রাজনীতিতে দেশটির গুরুত্বপূর্ণ অবস্থানও রয়েছে।