ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গত বুধবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহামমদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিতে অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মোঃ আজারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ, এস আই সোহেল আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা পালনের নানা দিকনির্দেশনা তুলে ধরেন। প্রত্যেকটি দিবস সম্পর্কে আমাদের শিশুদের আগামী প্রজন্মকে জানতে হবে। তাদের চেতনাকে জাগ্রত করতে হবে।
অনুষ্ঠানে দিবসগুলো পালনে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।