ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৫ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে আলোচনা সভা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা ও রাত ১১ টায় থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম হাক্কানী, কসবা থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল বাসেত, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার সুবেদার (অবঃ) মোঃ সামসুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তারেক মাহমুদ ও উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক কাজী মানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।