ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০ টায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ২০২৪ উপলক্ষে কসবা পৌর এলাকার ৩ হাজার ৮১ জন অসচ্ছল দরিদ্র মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা (চাল) বিতরন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী। উদ্বোধনকালে ট্যাগ অফিসার, কসবা পৌর নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুস্তম খান ও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। চাল বিতরণ কার্যক্রম আজ এবং আগামীকাল পর্যন্ত চলবে।