জার্মানী ইউক্রেনকে আরও একটি প্যাট্টিয়ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনকে আরও একটি যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে জার্মানি। গত শনিবার (১৩ এপ্রিল) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্তে আমি চ্যান্সেলরের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনের কাছে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্রও পাঠাবে জার্মানি।

ফোনালাপকে তিনি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসু হিসেবে উল্লেখ করে বলেছেন, অংশীদার দেশগুলোর নেতাদের আমি এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

দুই বছরের বেশি সময় ধরে সর্বাত্মক আক্রমণে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি এমন হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এর ফলে কিয়েভ মিত্রদের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সরবরাহের তাগিদ দিয়ে আসছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, খুব দ্রুত প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি। সঙ্গে প্রতিশ্রুত আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে সরবরাহ করা ব্যবস্থাগুলোর সঙ্গে এগুলো যুক্ত হবে।

১০ এপ্রিল জার্মান সরকারের এক নথিতে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে ইউক্রেনকে দুটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করেছে বার্লিন। ফলে এটি হবে তৃতীয় ব্যবস্থা।

গত সপ্তাহে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার বিমান হামলা থেকে পুরো দেশকে সুরক্ষিত রাখার জন্য ইউক্রেনের অন্তত ২৫টি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট আকাশ ব্যবস্থা প্রয়োজন।

গত শনিবার টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি বলেছেন, তিনি ও জার্মান চ্যান্সেলর বার্লিনে একটি পুনর্গঠন সম্মেলন এবং জুনে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.