ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাগিয়া) প্রতিনিধি ॥ চলো এক হই শেকড়ের টানে, ভাতৃত্বের বন্ধনে এ ে¯্লাগানকে সামনে রেখে গত শনিবার (১৩ এপ্রিল) সকালে আনন্দঘন পরিবেশে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের আয়োজনে কসবা উপজেলা পাবলিকিয়ান ঈদ পূর্ণমিলনী ২০২৪ অনুষ্ঠান কসবা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন, জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব ড.শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওণক খান, আরভী বিভাগের অধ্যাপক ড. আবু জামাল মোঃ কুতুবুল ইসলাম নোমানী, মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জসীম উদ্দিন, ডাঃ মোঃ আবু হামেদ বাবু, সহকারী জজ মোজাম্মেল হক, সহকারী জজ মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ইঞ্জি: ড. সম্পদ ঘোষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নুর মোহাম্মদ জিসান, গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আকরাম খান, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা ও কসবা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোকাররম হোসেন।
বক্তাগণ এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজনকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রতি বৎসর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটির আয়োজন করার আহ্বান জানান। তাছাড়া প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা গ্রহণ করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী মোঃ আরাফ ভূঁইয়া ও শিক্ষার্থী সুমাইয়া ইসলাম।