আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯হাজার ডলার জরিমানা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ফৌজদারি ঘুষ মামলা বিষয়ে আদালতের আদেশ লঙ্ঘনে দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করলেন নিউ ইয়র্কের আদালত। অনলাইন পোস্টের জন্য ট্রাম্পকে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) ৯ হাজার ডলার জরিমানা করেছেন মামলার তত্ত্বাবধানকারী বিচারক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

ফৌজদারি ঘুষ মামলার সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত রাখার জন্য আদেশ জারি করেছিলেন আদালত। তবে তার বিরুদ্ধে ২৩ এপ্রিল প্রসিকি্‌উটররা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে এ মামলার বিষয়ে কথা বলেছেন তিনি।

ট্রাম্পের করা এমন ১০টি পোস্টের কথা উল্লেখ করে তাকে ১০ হাজার ডলার জরিমানা করার দাবি জানিয়েছিলেন প্রসিকিউটররা। সেসব পোস্টে সাবেক এই প্রেসিডেন্ট ঘুষ মামলার সম্ভাব্য সাক্ষীদের অপমান করেছেন এবং জুরির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত বৃহস্পতিবারের শুনানিতে ট্রাম্পের অন্যান্য পোস্টের জন্য তাকে আরও জরিমানা করা হবে কিনা তা বিবেচনা করবেন বিচারপতি জুয়ান মার্চান।

ট্রাম্পকে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট এবং প্রচারাভিযানের ওয়েবসাইট থেকে সেসব বিবৃতি মুছে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি।

আদালতের আদেশ অমান্য করা হলে যুক্তরাষ্ট্রে ৩০ দিনের কারাদন্ডের বিধান রয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published.