ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১ মে) বিকেলে কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কসবা পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছাইদুর রহমান স্বপন। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী মোঃ আজহারুল ইসলাম, প্রধান মেহমান জনাব এম জি হাক্কানি মেয়র কসবা পৌরসভা, বিশেষ অতিথি, এম এ আজিজ, সদস্য জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, মোঃ শফিকুল ইসলাম, সভাপতি, কসবা পৌর আওয়ামী লীগ, মোঃ রুস্তম খান সাধারণ সম্পাদক কসবা পৌর আওয়ামী লীগ। স্বাগত বক্তব্য রাখেন কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম তবিবুর রহমান জীবন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিভি তারকা ফারজানা নিশাদ।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী মোঃ কামাল, নাসির উদ্দিন, রিংকি ও সাথী সংগীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন