সময়ের প্রয়োজনে এবং সরকারের ধারাবাহিকতায় আর স্ব স্ব দেশের সংবিধানের আলোকে নির্বাচন হয়েছে এবং হবে। তবে এই নিয়মের কোন পালাবদল নেই। নেই কোন বিকল্প ভাবনা এবং চিন্তা। যুগের এই ক্রান্তিলগ্নে নির্বাচন নিয়ে যেমন নেই কোন টালমাটাল উত্তেজনা তেমনি নেই কোন মাথাব্যাথা। তবে গরীব ও মধ্যম আয়ের দেশগুলোতে এই নির্বাচন নিয়ে হয় খেলা। এই খেলায় জড়িত হন দেশী এবং বিদেশী মোড়ল শ্রেণীর ষঢ়যন্ত্রকারীরা।
সকল ষঢ়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন হয় এবং সরকারও গঠন করে আগামীতেও করবে। কিন্তু তারপর শুরু হয় আরেক খেলা আর ঐ খেলার কে কত পারদর্শী তা বিবেচনায় নিয়েই রাষ্ট্র বা দেশ এবং সরকারের ধারাবাহিক সফলতা অর্জিত হয়; স্থায়ীত্ব আর সুনিশ্চিত হয় অথবা টালমাটাল অবস্থায় পর্যবসীত হয়।
আমাদের দেশের নির্বাচনও সেইরকমই একটি চক্রান্তকে অতিক্রান্ত করে আজকের অবস্থান পর্যন্ত এসে পড়েছে। তবে এই এসেপড়াই আবার নতুন নতুন ষঢ়যন্ত্র যুক্ত হয়েছে যা মোকাবেলা করাই এখন সরকার ও দেশ এবং জনগণের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হিসেবে প্রতিষ্ঠিত। তবে সরকার সবই মেকাবিলা করে সুনিশ্চিত গর্ন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এতে কোন ভুল-ত্রুটি এখনও পরিলক্ষিত হয়নি। বরং পাকাপোক্তকরণের সুনিদ্দিষ্ঠ এবং সুগভির পরিকল্পনা চাতুরতার সঙ্গে অগ্রগামীতায় এগিয়ে যাচ্ছে।
আর এই কারণেই সরকারের সঙ্গে প্রতিবেশী দেশসহ সকল দেশই সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে। সেই মেতাবেক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ আসছেন, আসছেন পররাষ্ট্রমন্ত্রীসহ আরো আন্যান্য নেতা ও দায়িত্বপৃাপ্ত অফিসারবৃদ্ধগণ। এইসকল আগমন এবং যোগাযোগ সম্মান ও শ্রদ্ধা এবং ভালবাসার সহিত মিলিত হওয়া এবং দেশ ও জনগণের সঙ্গে সম্পর্ক আরো গভীর এবং সুমধুর করার কাজটুকু সুসম্পন্ন করে নিজ দেশে ফিরে আসা। সবই এখন সুন্দরভাবে সুসমাপ্ত হচ্ছে। এই দেখেই বোঝা যায় বাংলাদেশ এগুচ্ছে; এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও যাবে আর সর্বান্তকরণে স্মার্ট পরিলক্ষিত হবে।
আমাদের প্রত্যাশা এই দেশটা আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ঐ সংকল্প এবং নিরলস ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। এই প্রচেষ্টায় শরীক হওয়াই এখন সকলের কাম্য এবং দায়িত্ব। তাই দল-মত নির্বিশেষে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই দৃষ্টান্তে বলিয়ান হই। আসুন সকলে নির্বাচনমুখী হই এবং জনগণকে তাদের প্রাপ্য অধিকার বঞ্চিত না করি এবং জনআকাঙ্খার প্রতিফলন ঘটাতে নিজের স্ব স্ব ভুমিকা রাখতে বাকি জীবনটুকু দেশের তরে উৎসর্গিত করি।