ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১৪ মে) সকালে কসবায় খাদ্য বিভাগ কর্তৃক অনলাইন পদ্ধতিতে কৃষকের অ্যাপ এর মাধ্যমে সরাসরি কৃষকের নিকট হতে বোরো ধান সংগ্রহ ২০২৪ এর আওতায় ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজেরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কাউসার সজীব, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিলিটি কসবা সদর মোঃ মোজাম্মেল হোসেন আজাদ, কুটি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিলিটি মোছা: জুহেরা ভূঁইয়া, সহকারী উপ-খাদ্য পরিদর্শক আবু হানিফ, কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ সহ সাংবাদিক ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
কসবা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে প্রথম ধাপে লটারির মাধ্যমে ৪৩৫ জন কৃষকের কাছ থেকে ১৩ হাজার ৬০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্য ৩২ টাকা কেজি দরে প্রতি মন ধান ১২৮০ টাকা দিয়ে ক্রয় করা হবে। বাদৈর ইউনিয়ন থেকে ৫২ জন কৃষক, বায়েক ইউনিয়ন থেকে ৫৪ জন কৃষক, বিনাউটি ইউনিয়ন থেকে ৩৪ জন কৃষক, গোপিনাথপুর ইউনিয়ন থেকে ৪৪ জন কৃষক, কসবা-পশ্চিম ইউনিয়ন থেকে ৩৭ জন কৃষক, কাইমপুর ইউনিয়ন থেকে ৩১জন কৃষক, খাড়েরা ইউনিয়ন থেকে ৪৩ জন কৃষক, কুটি ইউনিয়ন থেকে ৩৭ জন কৃষক, মেহারী ইউনিয়ন থেকে ৩২ জন কৃষক, মূলগ্রাম ইউনিয়ন থেকে ৩৮ জন কৃষক ও কসবা পৌরসভা থেকে ৩৩ জন কৃষকের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। ৩১ শে আগষ্ট পযর্ন্ত এই ধান সংগ্রহ করা হবে।