অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ গত শুক্রবার (১৭ মে) শুরু হয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন। ১৭ ও ১৮ মে শুক্রবার ও শনিবার এ সম্মেলন ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিবার্ষিক এই সম্মেলনের শুভ উদ্বোধন  করেন।

গত বৃহস্পতিবার (১৬ মে) সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

অর্থনীতি সমিতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারক, বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনের কূটনীতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ দেশের দূর-দূরান্ত ও বিদেশ থেকে সমিতির প্রায় চার হাজার সদস্যসহ নানা শ্রেণিপেশার গণমান্য ব্যক্তিরা অংশ নেবেন। দুই দিনের এই দ্বিবার্ষিক সম্মেলনে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও প্রখ্যাত ব্যক্তিবর্গের সভাপতিত্বে ৯টি কর্ম-অধিবেশনে ১৫০-এর অধিক গবেষকের ১০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া সম্মেলনের শেষ দিন সমিতির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published.