প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেনের খারকিভ অঞ্চলের স্ট্রিলেচা-লিপ্সি এলাকায় নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে রাশিয়া। গত শুক্রবার (৩১ মে) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএকে এই তথ্য জানিয়েছেন খারকিভের রুশ-সমর্থিত কর্মকর্তা ভিটালি গানচেভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
গানচেভ বলেছেন, ‘লিপ্সির বসতি এলাকার কাছাকাছি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে আমাদের সেনারা। খারকিভ শহর সংলগ্ন প্রতিরক্ষা লাইনের গোলাগুলি এবং সব সরবরাহ রুট এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
এই লাইনের মধ্যে দুটি ছোট গ্রামের মধ্যবর্তী স্ট্রিলেচা-লিপ্সি এলাকা ও সীমান্ত শহর ভোভচানস্ক রয়েছে। এই এলাকাগুলোর আশেপাশে রাস্তায় রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই হয়েছে।
গত বৃহস্পতিবার ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেছিলেন, ইউক্রেনের খারকিভ অঞ্চলের উত্তর অংশের কাছে সেনা জড়ো করছে রাশিয়া। তবে এই অঞ্চলে একটি বড় ধরণের হামলা ও অগ্রগতির জন্য তাদের কাছে এখনও পর্যাপ্ত সেনা নেই।
ইউক্রেন যুদ্ধে একটি নতুন সম্মুখভাগ তৈরি করেছে রাশিয়া। মে মাসের গোড়ার দিকে অত্যন্ত ছোট একটি মোবাইল ইউনিট নিয়ে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে সীমানা অতিক্রম করে রুশ বাহিনী। তাদের এই পদক্ষেপের ফলে অন্যান্য এলাকা থেকে সেখানে সেনা পাঠাতে বাধ্য হয় ইউক্রেন।
গানচেভ আরআইএকে বলেছেন, মে মাসে খারকিভে প্রায় ১৩টি বসতি ও ৩০০ বর্গ কিলোমিটার (১১৬ বর্গ মাইল) এলাকা দখল করেছে রুশ বাহিনী। তবে গানচেভের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাদের বাহিনী এই এলাকায় প্রতিরক্ষারেখা শক্তিশালী করায় কাজ করছে। বৃহস্পতিবার তারা খারকিভের সম্মুখভাগে স্টারিটসিয়া গ্রামের কাছে রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে।