ভজন শংকর আচার্য্য, কসবা, (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (২৬ মে) কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া চেয়ারম্যান পদে নির্বাচন সুষ্ঠ ও শান্তি পুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রকৌশলী মোঃ ফারুক ইসলাম (ঘোড়া) প্রতিকে ৮ হাজার ৯শ ১৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে কুটি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোস্তাক আহম্মদ (আনারস) প্রতিকে পেয়েছেন ৫ হাজার ২শ ২০ ভোট ।
নবর্নিবাচিত কুটি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ফারুক ইসলাম সাংবাদিকদের বলেন, আমার এ বিজয় আমি কুটি ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম। তিনি বলেন, সেবার মাধ্যমে এলাকার গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই। তিনি তার দায়িত্ব পালনে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রকৌশলী মোঃ ফারুক ইসলাম ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা কৃষক লীগ আহ্বায়ক দানবীর আলহাজ মোঃ আইয়ুব আলী ভূইয়ার সুযোগ্য সন্তান । উল্লেখ্য, গত ২৮ এপ্রিল তারিখে অনুষ্ঠিত কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যালট পেপারে ভ’ল প্রতিক মুদ্রন হওয়ায় চেয়ারম্যান পদে চলমান নির্বাচন স্থগিত করে দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।