শান্তি সম্মেলনে চীনকে অংশ নেওয়ার আহবান যুক্তরাষ্ট্রের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চলতি মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা নিয়ে একটি শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫-১৬ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র চীনকে এই সম্মেলনে অংশ নিতে উৎসাহ দেয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। গত বৃহস্পতিবার (৬ জুন) সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি। তবে চীন বলছে, সম্মেলনে মিত্র দেশ রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এতে তারাও অংশ নেবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আগ্রাসন বন্ধে এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার একটি রূপরেখা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বের ১০০টিরও বেশি শীর্ষ এই সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে এই বিষয়ে আলোচনা করবেন তারা।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চীনের। দেশটি বলছে, এই সম্মেলনে মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তারাও অংশ নেবে না। একটি ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা চাইব এই সম্মেলনে চীন যোগ দেবে। এর আগের সম্মেলনেও তারা অংশ নিয়েছিল। আমরা মনে করি তাদের উপস্থিতি সহায়ক ছিল। আমরা আশা করি, এখানেও তাদের উপস্থিতি সহযোগিতামূলক হবে।’

মুখপাত্র আরও বলেছেন, চীনের উচিত রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটিকে সহায়তা করে এমন সব প্রতিষ্ঠানগুলোকে দমন করা। চীনের এমন পদক্ষেপ নিলে তা আরও সহায়ক হবে বলে জানান তিনি।

এদিকে, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আলোচনা ভিত্তিহীন বলে উপহাস করেছে রুশ কর্তৃপক্ষ। অন্যদিকে, মস্কো এই সম্মেলন পন্ড করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

এর আগে, যুক্তরাষ্ট্র বলেছিল, চীনা প্রতিষ্ঠানগুলো হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র সঙ্গে বাণিজ্য করবে অথবা রাশিয়াকে দ্বৈত ব্যবহারযোগ্য সরঞ্জাম সরবরাহ করবে।

Leave a Reply

Your email address will not be published.