প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পাকিস্থানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্থান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাজা বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে ফেডারেল সরকার। গত বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাদেরকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। পাকিস্থানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
এর আগে, জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এই মামলায় দোষী সাব্যস্ত করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত হয় একটি বিশেষ আদালত। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদন্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা।
এরপরই গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গগুল হাসান আওরঙ্গজেব এই মামলায় তাদের দুজনকে খালাসের রায় দেন।
রায়ের সমালোচনা করে সরকার। দাবি করে যে, ইসলামাবাদ হাইকোর্ট জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে মামলাটি খতিয়ে দেখা হয়নি।
এক সংবাদ সম্মেলনে, প্রধানমন্ত্রীর আইন বিষয়ক মুখপাত্র ব্যারিস্টার আকিল মালিক বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।
প্রসিকিউশনের যুক্তি, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বিশেষ আদালতের বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখেনি।