প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার (২০ জুন) তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যদি অস্ত্র সরবরাহ করে দক্ষিণ কোরিয়া, তবে তারা একটি বড় ভুল করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে।
এই খবরের প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেছেন, যদি সিউল কিয়েভকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় তাহলে মস্কো এমন কিছু সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বের জন্য সুখকর হবে না।
উত্তর কোরিয়া সফরের পরদিন ভিয়েতনাম সফরে এই হুমকি দিয়েছেন পুতিন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে উত্তর কোরিয়াকে অস্ত্র দিতে পারে রাশিয়া।
পুতিন বলেছেন, যারা এসব অস্ত্র সরবরাহ করছে তারা মনে করছে আমাদের তাদের যুদ্ধ চলছে না। আমি বলছি, উত্তর কোরিয়াসহ বিশ্বের সব অঞ্চলে আমরাও অস্ত্র সরবরাহের অধিকার রাখি।
এর আগে রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তির নিন্দা জানিয়েছে সিউল। তারা এই চুক্তিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।পুতিনের হুমকির পর গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিভিন্ন উপায় বিবেচনা করবে সিউল। দক্ষিণ কোরিয়ার অবস্থান নির্ভর করবে রাশিয়া এই ইস্যুতে কীভাবে অগ্রসর হবে সেটির ওপর।