প্রশান্তি ডেক্স ॥ এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে। সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
গত বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের উপর পুলিশি হামলার ১৪ বছরেও বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজক জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম।
মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে। সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। সরকার তো ভারতকে ট্রানজিট দেয়নি, সরকার সরাসরি করিডোর দিয়ে দিয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এই ট্রেন মালবাহী ট্রেনও হতে পারে। ট্রেনের মধ্যে কী থাকবে আমরা সেটা জানি না। যদি কোনও দেশ মনে করে এই মালগাড়ির মধ্যে অস্ত্র আছে এবং তারা যদি বলে আমরা এই ট্রেনকে বাধা দেবো তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা (আওয়ামী লীগ সরকার) একদিকে ভারত এবং চীনের যে সমস্যা চলছে তার জায়গা নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ট্রানজিটের পাশাপাশি যেরকমভাবে স্যাটেলাইট সৃষ্টি করা হয়েছে, আমার দেশের সমস্ত ভেতরের গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। ভারতের সঙ্গে যে সমঝোতা স্মারক করা হয়েছে এগুলো তাড়াতাড়ি বাতিল করেন, তা না হলে পরিণতি খারাপ হবে।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না। জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না। মানুষ ভোট দিতে পারে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। সরকার মানুষের উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। জয়নুল আবেদীন ফারুকের উপর যে নির্যাতন করা হয়েছে সেটির আজ পর্যন্ত কোনও বিচার হয়নি। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।