পুলিশের হামলায় সাংবাদিকসহ কোটা আন্দোলনকারী আহত

প্রশান্তি ডেক্স॥ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে কুমিল্লা কোটবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছেন শিক্ষার্থীরা। সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত হয়েছেন অনেকে।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন আমাদের সময়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অনন মজুমদার ও চ্যানেল আই-এর সৌরভ সিদ্দিকী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগান্তর প্রতিনিধি সাইদ হাসান বলেন, দৈনিক আমাদের সময়ের কুবি প্রতিনিধি অনন মজুমদারের মাথায় পুলিশের মারা টিয়ারশেল পড়েছিল। আর সৌরভ সিদ্দিকিসহ কয়েকজন লাঠিচার্জে আহত হয়েছেন। এ ছাড়াও আরও কমপক্ষে ১০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশের তিন জনও আহত হয়েছেন বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষার্থী জানান, কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকায় পুলিশ ছাত্রদের টিয়ার গ্যাস মেরেছে। হামলাও করেছে। কয়েকজন ছাত্র আহত হয়েছে এ ঘটনায়। আমাদের উপর অতর্কিত হামলা করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, আজ ছাত্রদের রাস্তায় উঠতে দেওয়া হবে না। সড়ক ক্লিয়ার রাখার নির্দেশনা আছে।

Leave a Reply

Your email address will not be published.