ইইউ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তির আলোচনা পিছিয়ে দিয়েছে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক গভীর করতে নতুন ‘অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি’ করতে আগ্রহী বাংলাদেশ। গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফরের সময়ে চুক্তি করার জন্য আলোচনা শুরু করার বিষয়ে উভয়পক্ষ একমত হয় এবং এটি এ বছরেই শুরু করার কথা ছিল। কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার কারণে এই আলোচনা পিছিয়ে দিয়েছে ইইউ।

এ বিষয়ে জানতে চাইলে ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র ইমেইলে জানিয়েছেন, “সাম্প্রতিক ঘটনার আলোকে সেপ্টেম্বরে ‘অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির’ প্রথম রাউন্ডের যে আলোচনা হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কবে এটি হবে সেটির তারিখ এখনও নির্ধারিত হয়নি।”

তবে, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় যে আলোচনা শুরু করার জন্য চুক্তির যে ‘জিরো ড্রাফট’, ইইউ প্রস্তুত করে সেটি এপ্রিলে দেওয়া কথা ছিল। কিন্তু সেটি তারা এখনও বাংলাদেশকে দেয়নি।

বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ইউরোপিয়ান ইউনিয়ন। দেশটির রফতানির ২০ শতাংশের বেশি ইইউভুক্ত দেশগুলোতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ অন্যান্য হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার এবং সম্পদের ক্ষয়ক্ষতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের হাইরিপ্রেজেন্টিটিভ (পররাষ্ট্রমন্ত্রী) জোসেফ বোরেল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। ইইউ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাওসে আসিয়ান রিজিওনাল ফোরাম মিনিস্টারিয়েলের সাইডলাইনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক সময়ে তিনি ‘শুট অ্যাট সাইট’ নীতি ঘোষণা এবং আইনবহির্ভূত হত্যাকান্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published.