‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের নিন্দা বাসদের

প্রশান্তি ডেক্ষ ॥ গত বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ছাত্র-জনতার ওপর নির্মম পুলিশি হামলা ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

গত বুধবার (৩১ জুলাই) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।  বিবৃতিতে তিনি বলেন, আজ শিক্ষার্থীরা যখন সারা দেশে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন কর্মসূচি পালন করছিল সে সময় ঢাকায় হাইকোর্টের সামনে দোয়েল চত্বরে হামলে পড়ে পেটোয়া বাহিনী পুলিশ। সেখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে।

‘এসময় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামী। এছাড়া বরিশালে আন্দোলনে হামলা করে অনেক শিক্ষার্থীকে আহত করে এবং প্রায় ২০ জনকে গ্রেফতার করে; হামলা ও গ্রেফতার করে সিলেট এবং খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। খুলনায় ৫৬ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে।’ দাবি করেন ফিরোজ।

বাসদ সাধারণ সম্পাদক বলেন, ‘এভাবে হামলা-গ্রেফতার করে এই জনজোয়ার বন্ধ করা যাবে না। আন্দোলনকে দমন করতে পারবে না সরকার।’

অবিলম্বে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে এই সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.