ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মাট বাংলাদেশ”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বুধবার (৩১ জুলাই) সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরন ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তারেক মাহমুদ ও কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া।
কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মৎস্য জীবি লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভূইয়া। অনুষ্ঠানে গুনগত পোনা উৎপাদনে আব্দুল আজিজ ভূইয়া ও মাছ উৎপাদনে সফলতার জন্য মোঃ আব্দুল মতিন ভূইয়াকে পুরুষ্কৃত করা হয়।