ধানমন্ডি ৩২নম্বরের আশপাশ থেকে ১০জন আটক, সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ

প্রশান্তি ডেক্স॥ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই ১০ জনকে আটক করে ধানমন্ডি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সরেজমিন দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। এ সময় ওই এলাকায় চলাচলকারী পথচারীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পরিচয়পত্র দেখাসহ হাতে থাকা মোঠোফোন চেক করছেন অবস্থানকারীরা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক পাশে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়াসহ অনেকে মারধর করতেও দেখা গেছে। শার্ট-পাঞ্জাবি ছিঁড়া অবস্থায় দৌঁড়ে পালাতেও দেখা গেছে কাউকে কাউকে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশে যারা এসেছেন, তাদের মুঠোফোন চেক করেছেন অবস্থান নেওয়া ব্যক্তিরা। সন্দেহ হয়েছে, এমন ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন তারা। এসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

এর আগে গত বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে ওই এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। ওই সময় লাঠিসোঁটা নিয়ে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন অনেকে। গত বৃহস্পতিবার সকাল থেকে ফের লাঠিসোঁটা নিয়ে রাস্তার দুইপাশে অবস্থান করছেন তারা। ওই এলাকায় যানবাহন চলাচল কিছুটা ধীরগতি হলেও স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.