প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। অনেক রক্তের বিনিময়ে এ পরিবর্তন। আন্দোলনের জন্য নিজেদের রক্ত দিতে পেরে প্রত্যেকেই গর্বিত।’
গত বুধবার (২১ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াতের আমির বলেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনও যেন স্বৈরাচারের প্রেতাত্মারা ফিরে না আসে। জুলুম নির্যাতনের পুনরাবৃত্তি যাতে না হয়। জুলুম থেকে বাংলাদেশকে যেন চির জীবনের জন্য মুক্ত করে।’
তিনি বলেন, ‘হাসপাতালে আহতদের মধ্যে যাদেরকে দেখেছি, তাদের প্রত্যেকের মুখে আমরা হাসি দেখেছি। আর হাসপাতালের পরিচালকসহ কর্তৃপক্ষকে ধন্যবাদ আহতদের ভালো সেবা দেওয়ার জন্য।’
জামায়াতের আমির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমর ফারুকের পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য লালখান বাজারের চাঁনমারি রোডের টাঙ্গির পাহাড়ের বাসায় যান। এরপর তিনি মুরাদপুরে গুলিতে নিহত ফয়সাল আহমেদ শান্তর ইপিজেডের বাসায় যান। তিনি শহীদ শান্তর বাবা-মা, নানী ও ছোটবোনের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের পারিবারিক খোঁজখবর নেন ও দোয়া কামনা করেন।
তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।