প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ থাইল্যান্ডে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ‘বিমসটেক শীর্ষ সম্মেলন’ স্থগিত করেছে ব্যাংকক। এর ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাত-জাতি সংস্থার ষষ্ঠ শীর্ষ সম্মেলন কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র।
একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে সদস্য রাষ্ট্রগুলোকে সম্মেলন স্থগিত রাখার বিষয়ে জানায় ব্যাংকক। এর ফলে সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংকক সফরও স্থগিত করা হয়েছে।
আরেকটি সূত্র জানায়, এ বছরের মধ্যেই শীর্ষ সম্মেলন করার কথা জানিয়েছে থাইল্যান্ড। আশা করা হচ্ছে নভেম্বর নাগাদ এই সম্মেলন হতে পারে।
উল্লেখ্য, থাইল্যান্ডে শীর্ষ সম্মেলনের পর বিমসটেক জোটের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ।