কসবায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কসবা উপজেলার  প্রায় ৫শ অসহায় পরিবারের মাঝে ত্রাণ-মামগ্রী বিতরণ করা হয়। গত ২৪/ ০৮/২০২৪ বেলা ১১টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে বিকালে বায়েক ইউনিয়নের  বিভিন্ন গ্রামে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার উপহার দেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা আমীর ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি শিবলী নোমানী, কসবা পৌরসভার আমীর হারুনুর রশিদ, পৌর সেক্রেটারি মিজানুর রহমান গোপীনাথপুর ইউনিয়ন আমীর গোলাম মুর্তজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথমে ধজনগর ব্রীজে সংক্ষিপ্ত পথসভায় তারা দলীয় নেতাকর্মীদের বন্যা প্লাবিত সাধারণ জনগণের পাশে দাঁড়াতে বলেন। এ সময় তারা বলেন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান আগামী এক সপ্তাহে দলের সব কার্যক্রম স্থগিত করেছেন। এখন শুধু একটাই কাজ। আর সেটা হচ্ছে, শুধুমাত্র বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

পরে উপস্থিত বন্যার্তদের শুকনো খাবার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.