দেবরাজ চক্রবর্ত্তী, দিরাই (সুনামগঞ্জ) ॥ কৃষ্ণের যুলনলীলার প্রথম দিবসের প্রারম্ভে ধরাধামে আবির্ভূত হন ব্রাহ্মণ কুলতিলক শ্রীযুক্ত রাধানাথ চক্রবর্তী গোস্বামী পাদের একমাত্র ধর্মরাজপুত্ররূপে ভাগবত সুধাকর পরম ব্রাহ্মণ বৈষ্ণব সুভাষ চক্রবর্তী গোস্বামী গুরুমহারাজ ১৯৩০ সালে আবির্ভাব হয়েছেন।
প্রতিবছরের ন্যায় এবারো দিরাই রাধা মদনগোপাল মন্দির ও সেবাশ্রম সুনামগঞ্জ জেলাধীন আশ্রমে ভক্ত ও শিষ্যরা গুরুপূজো, হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ ও শতাধিক মানুষকে মহাপ্রসাধ বিতরন করা হয়।
প্রভুপাদ সুভাষ গোস্বামী বৈষ্ণব ধর্মের প্রচারে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বগুড়াসহ ভারতের ত্রিপুরা, আসাম ও নদীয়া শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। ভারত বাংলাদেশ মিলে প্রায় ১০ সহস্রাধিক শিষ্য ও ভক্ত রয়েছে। গুরুদেব এর ভোগরাগ অনুষ্ঠান ও ৩ দিন ব্যাপী ভাগবত পাঠ এর আয়োজন করে ব্রজগোপাল গোস্বামী। এছাড়াও প্রভুপাদের রচিত গ্রন্থ বিতরণ করা হয়।