কসবায় ৬৫৪ কাডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রি

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কসবা উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি অফিস চত্বরে ৬৫৪ ফ্যামিলি কাডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবির চাল, ডাল ও তৈল বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর নির্দেশে এবং কসবা পৌর প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবির ডিলার মেসাস মামুন স্টোর এর মাধ্যমে উপকারভোগী প্রতি কাডধারীর মাঝে প্রতি কেজি ১০০ টাকা হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ২ কেজি মসুর ডাল এবং প্রতি কেজি ৩০ টাকা হিসেবে ৫ কেজি চাল নির্ধারিত ৪৭০টাকা মূল্যে বিক্রি করা হয়।

টিসিবির পণ্য বিক্রি অনুষ্ঠানে ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু জাহের, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ রঙ্গু মিয়া, পৌর কাউন্সিলর মোঃ ফুরকান উদ্দিন, মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার রীনা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.