জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব ঔদ্ধত্যমূলক: সাইফুল হক

প্রশান্তি ডেক্স ॥ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্যমূলক। তিনি বলেন, ‘জাতীয় সংগীত পরিবর্তনের কথাবার্তা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে। পরিস্থিতির সুযোগে বেসামাল ও লাগামহীন আচরণ পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের রাস্তাই কেবল প্রশস্ত করবে।’ গত বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোনও কোনও বিশেষ মহল থেকে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্বমূলক হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, এসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধের অবমাননার শামিল।’

তিনি বলেন, ‘পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকে দেবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের  বিনিময়ে পাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের  গৌরব ও অর্জনকেও  প্রশ্নবিদ্ধ করবে, যার দায়দায়িত্ব  পরোক্ষভাবে অন্তরবর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে।’ তিনি বলেন, ‘এসব তৎপরতা চলতে দিলে পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসিত হওয়ার রাস্তাই কেবল প্রশস্ত হবে।’

তিনি এসব বেফাঁস উসকানিমূলক  মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.