কসবা বায়েক ইউনিয়ন বিএনপির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে বিশাল জনসভায়

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের  উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও বন্যা পরবর্তী পূর্ণবাসন পরিকল্পনার বিষয়ে এক জনসভা বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা আখাউড়া বিএনপি’র আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির নেতা আলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবদু মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব  মোঃ আইয়ুম খান, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বশির আহমেদ চৌধুরী ও মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক  ভূঁইয়া দিপু ও সদস্য সচিব মোহাম্মদ জিয়াউল হুদা শিপন।

বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বায়েক ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর বিএনপি নেতা মোঃ শহিদুল খা, যুবদল ও ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু, সাদ্দাম খন্দকার, রবিন আক্তার, আবু ইউসুফ হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.