কসবার বিশিষ্ট ব্যবসায়ী দুবরাজ মিয়া আর নেই

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকোনমিক ড্রাগ হাউজের সত্বাধিকারী ও সমাজ সেবক মোঃ আব্দুল খালেক দুরবাজ মিয়া (৭৫) গতরাত ১১:৩০ (রবিবার) টায় ঢাকার কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর ব্রাহ্মণগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

এইদিকে শোক ও সমাবেদনা জানিয়েছেন, কসবা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, প্রেস ক্লাবের কার্য পরিষদের সদস্য ভজন শংকর আচার্য্য, বিজয় টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরোজ, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার  মানিক রায়, ও বিশিষ্ট  ব্যবসায়ী ফটিকান্তি রায় ।

Leave a Reply

Your email address will not be published.