জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁয়ে় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের একমাস পূর্তি উপলক্ষে ছাত্র শ্রমিক-জনতা শান্তি সমাবেশ ও দ্রোহের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে়ছে।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়়াত ইসলামী ঠাকুরগাঁও জেলার নেকমরদ অঞ্চলের আয়ে়াজনে জেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়়।
উক্ত আয়ে়াজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয়় মজলিশ শূরার অন্যতম সদস্য জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়ে়বে আমির অধ্যাপক বেলাল উদ্দিন আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, রাণীশংকৈল জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাষ্টার।
এসময় বক্তারা বলেন, এই আওয়ামী লীগ আমাদের দলকে বাতিল করতে চেয়েছিল আজকে তারাই বাতিল হয়ে গিয়েছে। শুধু কি বাতিল হয়েছে তারা আজ দেশ ছাড়া। কিন্তু আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। শেখ হাসিনা শুধু দেশকে ধংস্ব করে নাই তার নিজের দল আওয়ামী লীগকেও ধংস্ব করেছে।
বক্তারা আরো বলেন, ছাত্র জনতা এই স্বাধীনতা নিয়ে এসেছে যে লক্ষ্যে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। হাসিনা দেশকে ধংস্ব করেছে আমরা দেশ সংস্কার করবো। প্রথমেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে। দেশের যে অর্থ পাচার হয়েছে তা ফিরিয়ে আনা হবে। আর হাসিনাকে দেশে ফিরিয়ে আনে তার সকল কর্মের বিচার করা হবে। শান্তি সমাবেশ শেষে শিল্পীদের আয়োজনে দ্রোহের সংগীত পরিবেশন করা হয়৷