কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির পকেট কমিটি করায় শিক্ষকদের প্রতিবাদ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিছু শিক্ষক কতৃক প্রাথমিক শিক্ষক সমিতির তথাকথিত পকেট কমিটি গঠনের অশুভ পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ গত বুধবার (১৮ সেপ্টম্বর) সন্ধ্যা ৬ টায় পৌর শহরের ফুড প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। সমাবেশে উপজেলার প্রায় ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলার ধামসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে ও মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভুইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সাইদুর রাহমান খান, বাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ ভুইয়া, দেলী-পাতাইসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসনাত, চাপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজির আহাম্মদ, দক্ষিন শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, চাটুয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. অলিউল্লাহ, শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম মুন্সি, বগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন, জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। বক্তাগন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলার সৈয়দাবাদ (উঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে তথাকথিত পকেট কমিটি করার যে অশুভ পায়তারা করা হচ্ছে তা কোনো শিক্ষক মেনে নেবেনা। উপস্থিত শিক্ষকগণ তাদের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এই অশুভ পায়তারা থেকে বেরিয়ে এসে উপজেলার ১১ শত শিক্ষকের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। এর ব্যত্যয় হলে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.