জাবিতে গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু: ছাত্রদলের চার, এক সমন্বয়কসহ ৮জন বহিষ্কার

প্রশান্তি ডেক্স ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে চার জন ছাত্রদলের, একজন সমন্বয়ক ও তিন জন সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনার প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ৩ (২) (গ) ধারা অনুযায়ী অভিযুক্তদের ১৯ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

বহিষ্কৃতদের মধ্যে ছাত্রদলের চার জন হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রাজু আহাম্মদ, ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সোহাগ মিয়া; সমন্বয়ক একজন হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. আহসান লাবীব; এ ছাড়া তিন সাধারণ শিক্ষার্থী হলেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান রায়হান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. আতিকুজ্জামান আতিক ও ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।

উল্লেখ্য, বহিষ্কৃতদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। যেখানে তাদের নিহত শামীম মোল্লাকে মারধর করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published.