প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস ফের চালু করার জন্য সভা আহ্বান করা হয়েছে। বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) এই সভা করার নির্দেশ দেন। দফতরের পরিচালক শাহানাজ বেগমের সই করা এক প্রজ্ঞাপন বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দফতরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) গত বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।’
আরও বলা হয়, সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।