প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ার পাঁচটি জাহাজ এবং আরও দুটি শিপিং প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ১০টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন তারা দাবি করেছিল, রাশিয়া তেল নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ পদ্ধতি ব্যবহার করছে।
রাশিয়া পশ্চিমা দেশগুলোর তেল রফতানি সীমিত করার চাপ প্রত্যাখ্যান করেছে। তবে গত বছর থেকে ঐ সমস্ত ট্যাংকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেগুলো প্রচলিত পশ্চিমা সরবরাহকারী দ্বারা নিয়ন্ত্রিত বা বিমাকৃত নয়।
গত বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা প্রতিষ্ঠানগুলো হলো- হোয়াইট ফক্স শিপ ম্যানেজমেন্ট এবং ওশান স্পিডস্টার সল্যুশনস ওপিসি। নিষিদ্ধ জাহাজগুলো হলো -আসিয়া এনার্জি, পাইওনিয়ার, নর্থ স্কাই, এসসিএফ লা পেরোস এবং নোভা এনার্জি।