পালিত হলো বিশ্ব পর্যটন দিবস-২৪

এই দিবসটিকে সাধুবাদ জানাই এবং বিশ্বের সকট পর্যটকদের নিরাপদে পর্যটনের যাবতীয় ব্যবস্থা সম্পন্নকরণের আয়োজন সুসমাপ্তকরন সুনিশ্চীত করতে সকল রাষ্ট্র প্রধানদের নিকট আকুল আবেদন জানাই।

মানবসভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মৌলিক চাহিদারও ক্রমবিকাশ ঘটেছে। তাই পর্যটকদের মৌলিক চাহিদাগুলোর যোগানে কর্তৃপক্ষ আরো গুরুত্ব দিয়ে অগ্রসরমান পর্যটন ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং জবাবদিহিতায় পরিপূর্ণ করে নিশ্চয়তা, নিরাপত্তা এবং সকল যাতায়ত সুবিধায় অভয়ারণে পরিণত করুন।

বিশ্বের সকল পর্যটকদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করে পর্যটনে অভয়ারণের চারণ ভুমিকে সৃষ্টিকর্তার অপার মহিমা ও গৌরব প্রকাশিক হউক। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। পর্যটনে ভিসা জটিলতারও অবসান ঘটুক এই কামানায় আগামীর শুভ-আগমন ও শুভপর্যটন দিবস উদ্ভাসিত হউক বিশ্ব মানবতার দৃষ্টান্তের সর্বোচ্চ স্তরে।

Leave a Reply

Your email address will not be published.