ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কসবা পৌর ঈদগাহ মাঠে কসবা বিওপি আয়োজিত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
কসবা বিওপি কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার। বিশেষ অতিথি ছিলেন: অফিসার ইনচার্জ কসবা থানা মোঃ মনির হোসেন, বিল্লাল হোসেন ওসি (তদন্ত), কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান ও সাংবাদিক খ ম হারুনুর রশিদ ডালী।
বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী নেতা শিবলী নোমানী, মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ, মোঃ মাসুদুর রহমান, মোঃ গোলাম সারোয়ার, মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ আবু সাঈদ, বিএনপির নেতা সালাউদ্দিন শাহিন, এইচ এম মোখলেছুর রহমান, শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ আবুল হাসান মেম্বার, মোঃ আশিকুর রহমান সরকার মেম্বার, ও শিক্ষার্থী মোঃ হাসান মাহমুদ।
প্রধান অতীথীর বক্তব্যে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার সীমান্তে চোরা চালান প্রতিরোধ ও মানব পাচার রোদে এলাকায় জনসচেতনতা গড়ে তুলতে হবে। তিনি এ ব্যাপারে সকল মহলে আন্তরিক সহযোগিতা কামনা করেন।