কসবায় কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কসবা পৌর সদরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইনিন্সটিটিউট আয়োজিত কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বদিউল আলম সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ নাদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি কে এম শামছুল আলম।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একে এম বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ রাসেল ভূঁইয়া।

কর্মশালার শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরন বিষয়ে বক্তব্য রাখেন: ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান মোঃ আবুল কাসেম, সিভিল বিভাগীয় প্রধান মোঃ আশরাফুল, কম্পিউটার বিভাগীয় প্রধান মোঃ হোসেন খন্দকার, কসবা প্রেস ক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, প্রাক্তন শিক্ষার্থী মোঃ খাইরুল ইসলাম সজিব ভূঁইয়া, মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া, মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, মোঃ ইমতিয়াজ হোসেন রাব্বি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুহুল আমিন ও নিশান চৌধুরী উদয়।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম জান্নাতুল ফেরদৌস ও মহিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published.