কসবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানব বন্ধন ও স্মারকলিপি পেশ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২ অষ্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কসবা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তাবায়নের দাবিতে বৈষম্যবিরোধী অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ব্রা‏হ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে এবং ক্ষিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাঃ ফারুকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচীত বক্তব্য রাখন; বাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মাঃ হারুনুর রশিদ, কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক আল-মামুন, গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক তানিয়া আক্তার, চাপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন, হাতুরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী, মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ ফারুক আহাম্মেদ ভূইয়া, ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান ভূইয়া ফুল মিয়া ও দেলী পাতাইশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসনাত।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.