ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চাচা পরিচয় দানকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। উপজেলা কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের বাসিন্দা। তিনি একই ইউনিয়নের মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চাচা পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন দেলোয়ার হোসেন। এলাকার মাদক সিন্ডিকেট, শিক্ষকদের হয়রানি মূলক বদলি, চাকরি বাণিজ্য সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেউ তার সমালোচনা করলে তার উপর নেমে আসত নানা রকম নির্যাতন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা দেলোয়ারের বাড়িঘর ভাঙচুর করে। ওই ঘটনার পর থেকে তিনি মেডিকেল ছুটিতে ছিলেন। গত মঙ্গলবার বিকেলে দেলোয়ার স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে মইনপুর এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ লোকজন তাকে আটক করে মারধর করে। খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে দিলোয়ারকে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।
কসবা থানার ওসি জাকির হোসেন বলেন, দেলোয়ার কে ছাত্র জনতা আটক করে মারধর করেছিল তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা হয়েছে।