রিসোর্টে সাবেক অতিরিক্ত সচিবের লাশ, মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেলো

প্রশান্তি ডেক্স॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর এলাকায় জেরিন চা বাগান সড়কে বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদের (৬২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল ওই রিসোর্ট থেকে লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাকে কেউ হত্যা করেছে নাকি আত্মহত্যা অথবা স্বাভাবিক মৃত্যু কি না?

তবে এ ঘটনায় প্রাপ্ত তথ্য তুলে ধরলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সাবেক শিল্প মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ সর্বশেষ এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার দক্ষিণ খানের মাটির মসজিদের চালাবন এলাকার মৃত হাফিজ উদ্দিন মাস্টারের ছেলে। বর্তমানে উত্তরার তিন ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ১৬নং বাসায় বসবাস করছে তার পরিবার। গত বুধবার (৯ অক্টোবর) মৌলভীবাজার সদরে এসএমই ফাউন্ডেশনের প্রোগ্রাম শেষ করে তার সহকর্মী সহকারী জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান ও গাড়িচালক আব্দুল বারীসহ সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টে এসে আগে থেকে বুকিং করা ওই দ্বিতীয় তলার কাশবন নামীয় ৫নং রুমে ওঠেন।’

‘পাশে অপর একটি বিল্ডিংয়ের লাল নীল দ্বীপাবলী নামীয় রুমে এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমান এবং অন্য রুমে গাড়িচালক আব্দুল বারী ওঠেন। রাতে শ্রীমঙ্গল পানশী হোটেলে খাবার শেষে রাত অনুমান ১০টায় নিজ নিজ রুমে চলে যান। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় এজিএম মাসুদুর রহমান সকালের নাশতা একসঙ্গে খাওয়ার জন্য সালাউদ্দিন মাহমুদের মোবাইল নম্বরে বার বার কল করলেও রিসিভ না করায় বিষয়টি রিসোর্টের ম্যানেজারকে জানান। পরে ম্যানেজারসহ বর্ণিত রুম খোলার জন্য বার বার চেষ্টা করেও ভেতর দিয়ে লক থাকায় রুমের দক্ষিণ পাশের জানালা খুলে ভেতরে প্রবেশ করে তার অর্ধেক শরীর বিছানার ওপর, দুই পা ফ্লোরে, মাথা দক্ষিণ দিকে অচেতন শোয়া অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে রিসোর্ট কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় সংবাদ দিলে তাৎক্ষণিক আমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন খান ও সঙ্গীয় অফিসারসহ সেখানে যাই।’

ওসি বলেন, ‘বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরীকে জানানো হলে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’

বালিশিরা রিসোর্টের চেয়ারম্যান শহিদুল হক বলেন, গত ‘বুধবার সন্ধ্যার দিকে ব্যাগ রেখে শহরের একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে রাত ১০টায় রুমে ওঠেন। ওনার সঙ্গে থাকা সহকর্মী মাসুদুর রহমান ও গাড়িচালক অন্য রুমে ওঠেন। গত বৃহস্পতিবার সকালে ওনারা একসঙ্গে নাশতার জন্য মোবাইল ফোনে কল করেন। সাড়া না পেয়ে তিনি বিষয়টি আমাদের রিসোর্ট ম্যানেজারকে জানান। তখন দরজা ভেতরে লক করা ছিল। পরে ওনাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলার জানালা দিয়ে তাকে অচেতন দেখে পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তার অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারকে নিয়ে আসেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু। এ ছাড়া তিনি হার্ট, কিডনি ও ডায়াবেটিকসহ বেশ কিছু রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তার রুমেও বেশ কিছু ওষুধ পাওয়া গেছে। তাছাড়া ওনার মৃত্যু নিয়ে কোনও সন্দেহ আছে কি না জানতে চাইলে তার পরিবারের সদস্যরা কোনও অভিযোগ নেই বলে আশ্বস্ত করেন। তারা ঢাকা থেকে রওনা করেছেন, রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকায় শ্রীমঙ্গল পৌঁছতে দেরি হচ্ছে বিধায় এখনও থানায় মরদেহ রয়েছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ মার্চ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সালাউদ্দিন মাহমুদ যোগদান করেন। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.