ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত (১৭ই অক্টোবর) বৃহস্পতিবার অফিসার ইনচার্জ কসবা থানা মোঃ জহিরুল হক কবির এর নেতৃত্বে এএসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী মুস্তাফিজুর রহমান প্রকাশ বিদ্যুৎ চৌধুরী কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামি সৈয়দাবাদ গ্রামের চৌধুরী বাড়ির মরহুম কালা মিয়া চৌধুরী সাহেবের বড় ছেলে মরহুম হায়দার প্রকাশ আজাদ চৌধুরীর ছেলে।