ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (১৪ অক্টোবর) ভোরে কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল হক কবির এর নির্দেশ এস আই কামাল ও এস আই সোহেলের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রাম হতে এনামুল হক নামক এক আসামি সহ ২৪ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল হক কবির বলেন, ধৃত আসামীকে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।