রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ছোয়া

প্রশান্তি ডেক্স ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল ৪.১। গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভলকানো ডিসকভারির চিত্রে ভূমিকম্প ও তার অবস্থানগত বর্ণনা নিম্নরূপ।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা নেটিজেনরা ভূকম্পন অনুভূত হওয়ার বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.