মানুষ কম হওয়ায় কর্মীসভার মঞ্চ ছাড়লেন বিএনপি নেতারা!

প্রশান্তি ডেক্স ॥ লক্ষ্মীপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা স্থগিত করে মঞ্চ ত্যাগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে যৌথভাবে আয়োজিত কর্মীসভায় এ ঘটনা ঘটেছে।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মাইক হাতে বড় পরিসরে পরবর্তী সময়ে সভার আয়োজনের নির্দেশ দেন জেলার নেতাদের।

এতে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।

জানা যায়, কর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও কেউই বক্তব্য দেননি। তারা মঞ্চে বসলেও বক্তব্য না দিয়ে বড় পরিসরে আয়োজনের নির্দেশনা দিয়ে সভা স্থগিত করে চলে যান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক চার জন সিনিয়র নেতা এ প্রতিবেদককে জানান, লক্ষ্মীপুর বিএনপি অধ্যুষিত জেলা। দলের জনপ্রিয় অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মাত্র ৫০০ নেতাকর্মী নিয়ে আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা উপস্থিতি কম দেখে সভা স্থগিত করে চলে গেছেন।

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ‘প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে আমাদের সভা আয়োজনের কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে বড় পরিসরে সভার আয়োজন করা সম্ভব হয়নি। প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। আবহাওয়া স্বাভাবিক হলে বড় পরিসরে আয়োজন করে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published.